বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ - ১০:৩৩
মসজিদ: আল্লাহর মেহমানদারির স্থান

ইসলাম ধর্মে মসজিদকে কেবল নামাজের স্থান নয় বরং এমন এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয়েছে যেখানে মুমিনরা আল্লাহর মেহমান হিসেবে প্রবেশ করে। মসজিদে উপস্থিতি আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠতম সুযোগ ও আত্মার পবিত্রতার অন্যতম উপায়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান মুজতবা (আলাইহিস সালাম) এক মূল্যবান বর্ণনায় মসজিদের মর্যাদা তুলে ধরেছেন।

তিনি (আ.) বলেন,

أَهْلُ الْمَسْجِدِ زُوّارُ اللَّهِ، وَ حَقٌّ عَلَی الْمَزُورِ أَنْ یُکْرِمَ زَائِرَهُ.

মসজিদের অধিবাসীগণ আল্লাহর যিয়ারতকারী (অতিথি)। আর এটি মেহমানদারের (আল্লাহর) উপর কর্তব্য যে তিনি তাঁর যিয়ারতকারীকে সম্মানিত করবেন ও উপহার প্রদান করবেন।

[ইরশাদুল ক্বুলুব, পৃষ্ঠা- ৭২]

এ বর্ণনা থেকে স্পষ্ট হয় যে, মসজিদে যাতায়াত করা শুধু একটি ইবাদত নয়, বরং তা আল্লাহর সরাসরি মেহমানদারির সুযোগ লাভের সমতুল্য। মসজিদ মুসলমানের জন্য আধ্যাত্মিক প্রশান্তি, সামাজিক ভ্রাতৃত্ব ও আল্লাহর নৈকট্য অর্জনের জীবন্ত কেন্দ্র।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha